Contact Form

Name

Email *

Message *

Thursday, September 13, 2018

বাংলা বানানের নিয়ম-বানান_শুদ্ধিকরণ-৫ (শেষ পর্ব)


     আসসালামু আলাইকুম

 

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। বরাবরের মত আমি আব্দুল করিম সাজু আপনাদের সামনে হাজির হলাম বাংলা ব্যাকরণের নতুন একটি টিউন নিয়ে। কিছুদিন ব্যস্ত থাকার কারণে এবারের টিউটরিয়ালটি দিতে একটু দেরি হয়ে গেল। বাংলা শুদ্ধ বানান শিখার জন্য অনুশীলনের কোন বিকল্প নেই।



শুরুতে বাংলা ব্যাকরণের যেটুকু অধ্যায় আমরা বিগত পর্বে দেখে ছিলাম তা এখন একটু তার ফ্ল্যাশব্যাক দেখে নেই।


৯) পদের শেষে জীবীবানানের ক্ষেত্রে উভয়টি ঈ-কার হবে। 


১০) পূর্ণ ও পুনঃ ব্যবহারঃ পূর্ণ(Complete) বানানের ক্ষেত্রে ঊ-কার হবে। কিন্ত পুনঃ (Re) ব্যবহারের ক্ষেত্রে উ-কার হবে।


১১) পদের শেষে গ্রস্থ হবে না গ্রস্ত হবে।


১২) সমাসবদ্ধ শব্দগুলোর মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না। তবে বিশেষ প্রয়োজনে পদগুলোর মাঝে হাইফেন(-) ব্যবহার করা যাবে।


১৩) শব্দের শেষে সাধারণত অনুস্বার (ং) হবে। তবে এর সাথে যদি স্বরধ্বনি যুক্ত হয়, তখন তা তে রূপান্তর হবে।


আর যারা বিগত পর্বটি মিস করেছেন তারা চাইলে এখান থেকে বিগত পর্বটি দেখে নিতে পারেন।


গতপর্বে যেখানে শেষ করে ছিলাম আজ তার পর হতে শুরু করছি।


১৪) অদ্ভুত ও ভুতুরে বানানে উ-কার হবে। বাকি সব ভূতে ঊ-কার হবে। যেমন- ভূত, ভষ্মিভূত, বহির্ভূত, ভূতপূর্ব ইত্যাদি। (অর্থাৎ প্রথম দুটি হচ্ছে এক্সেপশনাল)


১৫) বাংলা অ-ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ও-কার এর মত হয় এক্ষেত্রে অ-কার দিয়ে ও লিখা যাবে।যেমন- এগারো, বারো, তেরো ইত্যাদি।

এখানে আপনি চাইলে এগার, বার, তের, ইত্যাদি ও লিখতে পারেন, দুটোই সঠিক। 


১৬) ব্যক্তিবাচক আরী ‘শব্দের ক্ষেত্রে ঈ-কার হবে। যেমন- সহকারী, আবেদনকারী,পথচারী, কর্মচারী ইত্যাদি। 


কিন্ত যদি ব্যক্তিবাচক আরি না হয় সেক্ষেত্রে ই-কার হবে। যেমন-সরকারি, দরকারি, তরকারি ইত্যাদি।


১৭) শব্দের শেষে ‘ৎ’ হবে। যেমন- ভবিষ্যৎ, জগৎ, সাক্ষাৎ ইত্যাদি।

তবে এ ‘ৎ’ এর সাথে স্বরধ্বনি যোগ হলে সেক্ষেত্রে ‘ত’ হবে। যেমন- ভবিষ্যতে, জগতে, সাক্ষাতে ইত্যাদি।


১৮) হয়তো নয়তো বাদে সকল ‘তো’ আলাদা হবে।যেমন- আমি তো যাই নি, সে তো আসে নি ইত্যাদি।


তো এই ছিল বাংলা বানানের প্রয়োজনীয় কিছু নিয়মাবলি। যা উচ্চ-মাধ্যমিক পর্যায়ের জন্য খুবই প্রয়োজনীয়। এছাড়াও বাংলা বানান ভালোভাবে জানার জন্য ষত্ব-বিধান ণত্ব-বিধান জানা জরুরী। তাছাড়াও বলে রাখি সমাসবদ্ধ শব্দ থেকেও বাংলা বানান আসে। আবার সন্ধিবদ্ধ শব্দ থেকেও বাংলা বানান আসে। 


তাহলে আজ এতটুকুই। দেখা হবে আগামী কোন পর্বে অন্য কোন বিষয় নিয়ে ইনশা-আল্লাহ। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন,জানতে থাকুন, আর জ্ঞানের পরিধি বাড়াতে থাকুন। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আর হে যদি নূন্যতম ভাল লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্ত! আর এটি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট যাতে তারাও ভালভাবে বাংলা শিখতে পারে।

আল্লাহ-হাফেয।



No comments:

Post a Comment

বাংলা বানানের নিয়ম-বানান_শুদ্ধিকরণ-৫ (শেষ পর্ব)

     আসসালামু আলাইকুম   কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। বরাবরের মত আমি আব্দুল করিম সাজু আপনাদের সামনে হাজির হলাম বাংলা ব্যাকরণ...