Contact Form

Name

Email *

Message *

Wednesday, September 5, 2018

বাংলা বানানের নিয়ম-বানান_শুদ্ধিকরণ-৩



আসসালামু আলাইকুম

বাংলা ব্যাকরণ

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। বরাবরের মত আমি 
আব্দুল করিম সাজু আপনাদের সামনে হাজির হলাম বাংলা ব্যাকরণের 
নতুন একটি টিউন নিয়ে।

শুরুতে বাংলা ব্যাকরণের যেটুকু অধ্যায় আমরা বিগত পর্বে 
দেখে ছিলাম তা এখন একটু তার ফ্ল্যাশব্যাক দেখে নেই।


৪) নাসিক্য (নাসিক্যঃঙ, , , , ,) বর্ণগুলো তার পরবর্তী বর্ণানুসারে নির্ধারিত হবে।


৫) যে সকল বিশেষনের (বিশেষন হচ্ছে দোষ,গুন,অবস্থা,ইত্যাদি যা 

বিশেষ্য কে Modify করে। ইংরেজিতে যাকে বলে Adjective) শেষে 

ঈ-কার আছে তার সাথে কিছু যুক্ত হলে তা ই-কার হবে।



আর যারা বিগত পর্বটি মিস করেছেন তারা চাইলে এখান থেকে 

বিগত পর্বটি দেখে নিতে পারেন।


এখানে একটি কথা না বললেই নয় যে বাংলা ব্যাকরণের বানানের 

নিয়ম জানার জন্য অনুশীলনের কোন বিকল্প নেই, তাই লিখার সময় 

বাংলা বানানের প্রতি বিশেষ গুরুত্ত দিতে হবে।


তাহলে আর কথা না বাড়িয়ে মূল কথায় আশা যাক। গতবার 

যেখানে শেষ করে ছিলাম আজ তার পর  হতে শুরু করছি।

৬) যে সকল বিশেষণের শেষে ঈ-কার আছে এবং তার শুরুতে 

(নিঃ) উপসর্গ যোগ হলে ঈ-কার বিলুপ্ত হয়ে যায়।

যেমনঃ-ধনী একটি বিশেষণ (Adjective)এটাকে যদি আমরা 
বিপরীত শব্দ করতে চাই, তাহলে ধনী এর শুরুতে (নিঃ) উপসর্গ 
যোগ করে দেই। তাহলে আমরা দেখতে পাব নিঃ+ধনী= নির্ধন

বা অপরাধী এর সাথে যদি (নিঃ) উপসর্গ যুক্ত হয় তাহলে হবে, 
নিঃ+অপরাধী=নিরপরাধ

অথবা পাপী শব্দটির শুরুতে যদি (নিঃ) উপসর্গ যোগ করি তাহলে হবে, নিঃ+পাপী=নিষ্পাপ ইত্যাদি।

এখানে (ষ) কোথা থেকে আসল তা জানতে হলে আপনাকে ষত্ব-বিধান এর অধ্যায়টি দেখতে হবে

৭) (ঃ)বিসর্গ এর সাথে যদি ক/প/শিষ ধ্বনি যুক্ত হলে, বানানে 

(ঃ)বিসর্গ বহাল থাকে।

যেমনঃ-দুঃ+সাহস=দুঃসাহস

এমনিভাবে মনঃ+কষ্ট=মনঃকষ্ট ইত্যাদি

এই বানান গুলো কিন্তু সকল পরিক্ষায় প্রচুর পরিমানে আসে।

কিন্তু উপরের ধ্বনিগুলো যদি না হয়, তবে (ঃ)বিসর্গ এর স্থলে ও-কার বসবে।

যেমনঃ- মনঃ+বেদনা=মনোবেদনা

একইভাবে দেখুন মনঃ+মোহন=মনোমোহন ইত্যাদি

এই ধরনের বানান গুলো ইন্টার থেকে বি.সি.এস পরিক্ষায় বেশি আসে।

৮) দূরত্ব (far) বোঝাতে সর্বদা ঊ-কার বসে।

যেমনঃ- দূরবর্তী, দূরের মানুষ, বাগানটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত 

ইত্যাদি।

অন্যাথায় তা উ-কার হবে। অর্থাৎ যদি দূরত্ব (far)  না বোঝায়।

যেমনঃ- দুর্নীতি, দুর্নাম, দুর্ব্যবহার ইত্যাদি।

তাহলে আজ এতটুকুই। দেখা হবে আগামী কোন পর্বে ইনশা-আল্লাহ। 
ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন,জানতে থাকুন, আর জ্ঞানের পরিধি 
বাড়াতে থাকুন। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য 
দোয়া করবো। আর হে যদি কোন কিছু বোঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট এ জানাতে পারেন। আর এটি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট।
চতুর্থ পর্বটি পড়তে এখানে ক্লিক করুন

এবং akstunes এর পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা রইলো।


আল্লাহ-হাফেয।


No comments:

Post a Comment

বাংলা বানানের নিয়ম-বানান_শুদ্ধিকরণ-৫ (শেষ পর্ব)

     আসসালামু আলাইকুম   কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। বরাবরের মত আমি আব্দুল করিম সাজু আপনাদের সামনে হাজির হলাম বাংলা ব্যাকরণ...